********HELIUM********হিলিয়াম********

হিলিয়াম পর্যায় সারণির এখন পর্যন্ত আবিষ্কৃত ১১৮ টি মৌলের মধ্যে  ২য়  মৌল । হিলিয়াম এর আনবিক ভর ৪.০০২৬০২ ইউ ।
     

    Symbol ( প্রতীক)ঃ  He
    Atomic mass( পারমানবিক  ভর) :  4.002602 u( ৪.০০২৬০২)
    Atomic number(পারমানবিক নাম্বার): 2(২)  
    Electron configuration( ইলেকট্রন বিন্যাস)1s2  
    Electrons per shell (কক্ষপথের ইলেক্ট্রন সংখ্যা): 2 (২)
   Melting point (গলনাংক) : -272.2 °C (-২৭২.২ ডিগ্রী সেলসিয়াস)
   Boiling point( স্ফুটনাঙ্ক)-268.9 °C ( -২৬৮.৯ ডিগ্রী সেলসিয়াস)


আবিষ্কার এর ইতিকথাঃ  

***  এটি সুর্ব প্রথম হ্লুদ রশ্মি হিসাবে সুর্য লোকের উপস্তিতিতে আবিষ্ক্রিত হয় । যা পরবর্তীতে বিজ্ঞানী জর্জ রায়েট , নর্মার আর পগসন কর্তক নিশ্চিত করা হয়। ১৯৬৮ সালে সর্বপ্রথম এই গ্যাসটি উদ্ভাবন হয়।****

হিলিয়াম গ্যাস এর ধর্মঃ

****হিলিয়াম একটি বর্ণহীন, স্্বাদহীন, আকৃতিবিহীন, অবিষাক্ত , নিষ্ক্রিয় , এক আনবিক গ্যাস।

গলনাংক স্ফুটনাংক অন্যান্য সকল গাস এর তুলনায় কম ।পৃথীবিতে সবচেয়ে হালকা ও প্রাপযতার দিক থেকে সবচেয়ে বেশি। হিলিয়াম  এর বন্ধন শক্তি এর কারনে নিউক্লিয়ার  ফিউশন বিক্রিয়া দেয়। এবং তেজস্ক্রিয়তা দেখায়।


হিলিয়াম গ্যাস এর ব্যবহারঃ

১। এম আর আই স্ক্যানার তৈরিতে ব্যবহার করা হয় ।

২।  ক্রায়োজেনেসিস প্রক্রিয়ায় অতি নিম্ন তাপমাত্রা তৈরঈ করতে ব্যবহার করা হয়।

৩। সিলিকন এর ক্রিস্টাল তৈরি করতে প্রভাবুক হিসাবে কাজ করে।


ভবিষ্যৎ সম্ভবোনাঃ

 বর্তমানে রসায়নবিদরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এর বহুমাত্রিক ব্যবহার বারানোর জণ্যে। দেশে নিউক্লিয়ার পাওয়ার প;ল্লান্ট থকে বিদ্যুৎ উতপাদন করতে কিংবা হিলিয়াম লাইট তৈরি করতে এর বহুল ব্যবহার দিন দিন বেড়েই চলেছে ।যা আমাদের সামনে দৃশ্যমান। ভবিশ্যতে এর ব্যবহার আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।

******    লেখার মধ্যে কোন ভুল থাকলে নিচের কমেন্ট বক্স এ জানালে কৃতজ্ঞ থাকবো। এছারা নিজে জানুন অন্যকে জানার সুজোগ করে দিন*****



**********************ধন্যবাদ**********************************
************************************ ব্লগার***********************************************

Comments

Popular posts from this blog