***** HYDROGEN******
**** হাইড্রোজেন*****
****HYDROGEN(হাইড্রোজেন):
পৃথিবীতে এ পর্যন্ত আবিষ্কৃত মোট ১১৮ টি মোলের মধ্যে পর্যায় সারনিতে হাইড্রোজেন এর অবস্থান ১ম।
হাইড্রোজেন এর পারমাণবিক ভর = ১.০০৮
Symbol ( প্রতিক) : H
Atomic mass (পারমাণবিক ভর) : 1.00784 u( ১.০০৮)
Atomic number ( পারমাণবিক সংখ্যা) : 1 ( ১= এক)
Van der Waals radius ( ভ্যন্ডার ওয়ালস ব্যসার্ধ ) : 120 pm ( ১২০ পিকোমিটার)
Electronegativity ( তড়িৎ ঋনাত্তকতা ) : 2.2 ( ২.)
Electrons per shell ( প্রতি শক্তিস্তরে ইলেক্ট্রন সংখ্যা) : 1(১)
প্রটোন সংখ্যা = ১ ( number of proton = 1)
নিউট্রন সংখ্যা = ১ ( number of nutron = 1)
আবিষ্কার এর ইতিকথাঃ
*** হাইড্রোজেন সর্বপ্রথম আবিষ্কার করেন ইংরেজ পদার্থবিজ্ঞানী হেনরি ক্যভেডিশ ( Henry Cavendish) ১৯৬৬ সালে। যদিও বিজ্ঞানিরা এর অনেক আগে থেকেই হাইড্রোজেন গ্যস ব্যবহার করতেন। বিজ্ঞানী রবার্ট বয়েল ১৬৭১ সালে যখন লোহা ও অম্ল এর বিক্রিয়া পরিক্ষা করতেছিলেন তখন হঠাৎ করেই হাইড্রোজেন গ্যস আবিষ্কার করে ফেলেন। কিন্তু তখন কার সময় এর কেও জানঅতো না যে ওটা হাইড্রোজেন গ্যস। পরবর্তীকালে বিজ্ঞানি এন্টোনি ল্যভসিয়ে ১৭৮৩ সালে গ্যস টির নামকরন করেন।
*** হাইড্রোজেন গ্যস এর ধর্মঃ
হাইড্রোজেন মুলত বর্ণহিন গ্যস কিন্তু এটি সবুজ, হলুদ, বেগুনি, নিল , গোলাপি রঙ এর পাওয়া যায়। এটি গন্ধহিন গ্যস তবে সালফার এর সাথে মিশে উৎকট গন্ধ স্রষ্টি করে । এই গ্যস্টি খুব ই হালকা প্রকিতির। তাই এর বাংলা নাম উদজান।
পর্যায় সারনির বামদিকে অবস্থান করায় কিছুটা ক্ষারীয়।
হাইড্রোজেন গ্যস এর তড়িত ঋনাত্তকতার মান ২'২
ইলেক্ট্রন শেয়ার এর মাধ্যমে সমজোজি বন্ধন গঠন করে।
পানিতে এবং অ্যালকোহল এর মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন করে।
**** ব্যবহারঃ
১। হাইড্রোজেন গ্যস অধিক পরিমানে ইউরিয়া সার উৎপাদনের কাচামাল হিসাবে ব্যবহ্রত হয়।
২। পানির সাথে অতিরিক্ত পরিমান হাইড্রোজেন মিশিয়ে হাইড্রোজেন পার অক্সাইড প্রস্তুত করা হয় যা সংক্রামক নাশক হিসাবে ব্যবহার করা হয়।
৩। হাইড্রোজেন কে জালানি হিসাবে ব্যবহার করা যায়।
৪। বিদ্যুত উতপাদনে পারমানবিক চুল্লিতে হাইড্রোজেন গ্যস ব্যবহার করা হয়।
৫। বিমানের জ্বালানি হিসাবে ব্যবহার কজরা হয়।
৬। পারমানবিক বোমা প্রস্তুত করতে ব্যবহার করা হয়।
৭। ফুয়েল সেল প্রস্তুতে ব্যবহার করা হয়।
এছাড়াও হাইড্রোজেন এর বহুমাত্রিক ব্যবহার রয়েছে।
**** ভবিষ্যৎ সম্ভবোনাঃ
বর্তমানে রসায়নবিদরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এর বহুমাত্রিক ব্যবহার বারানোর জণ্যে। বর্তমানে বিশ্ব যে পরিমান কার্বন দুষন হচ্ছে সেটা কমাইতে এরকম হাইড্রোজেন জ্বালানি ব্যবহার অপ্রহার্য।
****** লেখার মধ্যে কোন ভুল থাকলে নিচের কমেন্ট বক্স এ জানালে কৃতজ্ঞ থাকবো। এছারা নিজে জানুন অন্যকে জানার সুজোগ করে দিন*****
**********************ধন্যবাদ**********************************
************************************ ব্লগার***********************************************
Comments
Post a Comment